Home » কাল শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ : মাঠে তুষারপাত

কাল শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ : মাঠে তুষারপাত

0 মন্তব্য 297 ভিউজ

কাল  নিউজিল্যান্ডে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজে স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়াও অংশ নিচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান।। মোট সাতটি ম্যাচ, সবগুলোই হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।  হ্যাগলিতে রাতভর তুষার পড়েছে, সকালেও ছিল কনকনে ঠান্ডা, তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস! তুষার ঝরে পড়া এই হ্যাগলি ওভালেই ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। কদিন আগে সংযুক্ত আরব আমিরাতে ৪০ ডিগ্রির তাপমাত্রার গরমের মধ্যে খেলে এসেছেন নুরুল হাসান–লিটন দাসরা।এবার নিউজিল্যান্ডে খেলতে হবে ঠান্ডার মধ্যে। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নিউজিল্যান্ডের স্থানীয় সময় বেলা তিনটায় (বাংলাদেশ সময় সকাল আটটায়। নিউজিল্যান্ডের আবহাওয়া অফিস বলছে, বাংলাদেশ–পাকিস্তান খেলা শুরুর সময় তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কম থাকলেও নির্ধারিত সময়ে খেলা শুরু হতে অবশ্য সমস্যা হবে না। সকালে বরফ থাকলেও খেলা শুরুর সময় সমস্যা হবে না বলে জানিয়েছেন হ্যাগলি ওভালের গ্রাউন্ডসম্যান, ‘সবই শুকনা। চাইলে আজও (বৃহস্পতিবার) খেলা যাবে। মাঠের পানিনিষ্কাশনের ব্যবস্থা খুবই ভালো। পিচও খেলার জন্য উপযোগী। বরফ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই।’

খেলা যেমন কন্ডিশনেই হোক, পর্যাপ্ত অনুশীলন করায় বাংলাদেশ দল আত্মবিশ্বাসী—এমনটাই বলেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে দলের সঙ্গে ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলে তিনি নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিয়েছেন। অধিনায়ককে ফিরে পেয়ে মিরাজদের আত্মবিশ্বাসটা যেন আরও বেড়ে গেছে।

সিরিজ শুরুর আগে নিজেদের আরও ঝালিয়ে নিতে আজও অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলন শেষে মিরাজ বলেছেন, ‘আমাদের অনুশীলন ভালো হয়েছে। যে তিন দিন অনুশীলন করেছি, খুবই ভালো অনুশীলন হয়েছে। যার যতটুকু দরকার, ততটুকুই অনুশীলন করেছি।’‘খুব বেশি ঠান্ডার কারণে অনুশীলন সেশন সহজ ছিল না। তারপরও সবাই খুব ভালো মানিয়ে নিয়েছে। এটা দলের জন্য খুব ইতিবাচক।’

বিশ্বকাপের আগে শেষ সিরিজ হওয়ায় এখানে ভালো করে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিতে চান মিরাজরা। এ প্রসঙ্গে বাংলাদেশের অফ স্পিনার বলেছেন, ‘বিশ্বকাপের আগে এমন একটা ত্রিদেশীয় সিরিজ আমাদের দলকে উজ্জীবিত করবে। পাকিস্তান বিশ্বকাপে ভালো খেলেছে, এশিয়া কাপেও ভালো খেলেছে। আর নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে খেলব। বড় দুটি দলের বিপক্ষে খেলব, এখানে ভালো খেলতে পারলে আত্মবিশ্বাস বাড়বে।’

এই টুর্নামেন্টে প্রত্যেক দলই একে অপরের বিপক্ষে খেলবে দুইটি করে ম্যাচ। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল ১৪ অক্টোবরের ফাইনালে মুখোমুখি হবে।এরপর ৯ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে লড়বে টাইগাররা। নিজেদের তৃতীয় ম্যাচে ১২ তারিখ আবারও নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। গ্রুপপর্বের শেষ ম্যাচে ১৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

ত্রিদেশীয় সিরিজের সময়সূচি

৭ অক্টোবর – বাংলাদেশ বনাম পাকিস্তান, সকাল ৮টা
৮ অক্টোবর – নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, দুপুর ১২টা

৯ অক্টোবর – নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, দুপুর ১২টা

১১ অক্টোবর – নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, সকাল ৮টা

১২ অক্টোবর – নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, সকাল ৮টা
১৩ অক্টোবর – বাংলাদেশ বনাম পাকিস্তান, সকাল ৮টা
১৪ অক্টোবর – ফাইনাল, সকাল ৮টা।

আরও পড়ুন

মতামত দিন

আমাদের সম্পর্কে

We’re a media company. We promise to tell you what’s new in the parts of modern life that matter. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo. Sed consequat, leo eget bibendum Aa, augue velit.