নিকা শাহকরামি নামের একজন ১৬ বছর বয়সী ছাত্রী একটি নারী অধিকার সমাবেশে অংশ নেওয়ার পর মৃত অবস্থায় পাওয়া গেছে। এরপর থেকে ইরানের নারী ও মেয়েরা বুধবার (৫ অক্টোবর) নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ শুরু করেছে। বিক্ষোভকারীদের বরাত দিয়ে এ তথ্য জানায় ওয়াল স্ট্রিট জার্নাল।
নিহত ছাত্রীর খালা আতাশ শাহকারামি বিবিসি ফার্সিকে জানান, ২০ সেপ্টেম্বর নিকা শাহকারামি তার এক বন্ধুকে ফোন করে বলেন যে তাকে নিরাপত্তা বাহিনী তাড়া করছে। এর ১০ দিন পর নিকার পরিবার তেহরানের একটি মর্গে তার মৃতদেহ খুঁজে পায়।
আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম অনুসারে, নিকা ছাদ থেকে পড়ে মারা গেছে এবং তাকে আটক করা হয়নি বলে দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ। নিকার পরিবারের সদস্যরা বিবিসিকে জানায়, তারা যখন নিকাকে দাফনের প্রস্তুতি নিচ্ছিল, তখন নিরাপত্তা বাহিনী এসে তার লাশ নিয়ে যায়। তাকে তার শহর থেকে ২৫ মাইল দূরে একটি গ্রামে দাফন করা হয়।
ইরানি কর্তৃপক্ষ তার পরিবার থেকে নিকার মৃতদেহ নিয়ে যাওয়ার অভিযোগে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। নিকার মৃত্যু অন্য মেয়েদেরকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং বয়স্ক প্রজন্মের নারীদের সঙ্গে প্রতিবাদে যোগ দিতে উৎসাহিত করেছে বলে মনে হচ্ছে।