চলতি মাসের ৭ তারিখে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৭০তম জন্মদিন ছিল। আর এ জন্মদিনে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর কাছ থেকে পেয়েছেন একটি অন্যরকম উপহার।
এদিন বেশ কয়েকটি সাবেক সোভিয়েত দেশের নেতারা সেন্ট পিটার্সবাগের জার আমলের কন্সটান্টিন প্যালেসে জড়ো হয়েছেন। সেখানেই লুকাশেঙ্কো ট্রাক্টরের একটি সনদ পুতিনের হাতে তুলে দেন।
জানা যায়, সোভিয়েত শাসনামল থেকে বেলারুশের শিল্পখাতের গর্ব ট্রাক্টর। প্রায় তিন দশক ধরে সাবেক সোভিয়েত দেশ বেলারুশের ক্ষমতায় রয়েছেন লুকাশেঙ্কো। সাংবাদিকদের তিনি বলেছেন, পুতিনকে যে ধরনের ট্রাক্টর দিয়েছেন তেমন একটি তিনি নিজেও বাগানে ব্যবহার করেন।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পুতিনের এবারের জন্মদিন ছিল একেবারেই সাদামাটা। কারণ বর্তমানে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে।
রাশিয়ার গণমাধ্যম মস্কো টাইমস জানিয়েছে, অন্য সময় পুতিন তার জন্মদিন পালন করেন বিদেশে ঘুরতে যাওয়ার মাধ্যমে। তাছাড়া জন্মদিনে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগুর সঙ্গে সাইবেরিয়ার পাহাড়ে চড়তে যান বা সেলিব্রেটিদের নিয়ে হকি খেলেন।
তবে এবারের জন্মদিনটি তিনি পালন করছেন কাজের মধ্যে। নিজের জন্মদিনের দিন সেন্ট পিটার্সবার্গে একটি আন্তর্জাতিক বৈঠকে ছিলেন তিনি।