সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ হবে নভেম্বরের প্রথম সপ্তাহে। প্রাথমিক শিক্ষক অধিদপ্তর (ডিপিই) সূত্রে জানা গেছে, এই নিয়োগ কার্যক্রমে সারা দেশে ৫৮ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তাব করা হয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত নয়, চলতি মাসের শেষ দিকে ফলাফল বিশ্লেষণ ও অন্যান্য বিষয় মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে পদের সংখ্যা বাড়ানো হবে কি না।
জানা গেছে, ৫৮ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হলে এর মধ্যে প্রাক-প্রাথমিক পর্যায়ে নিয়োগ পাবেন ২৬ হাজার শিক্ষক।
২০২২ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময় সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্যপদে সহকারী শিক্ষক পদে ৩২ হাজার ৫৭৭ জন নিয়োগের কথা বলা হলেও পরে এ সংখ্যা বাড়িয়ে ৪৫ হাজার করা হয়। সবশেষে ৫৮ হাজার শিক্ষক নিয়োগের ব্যাপারে প্রস্তাব করা হয়।
আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর পাওয়া যাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে।
সারা দেশে তিনটি ধাপে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব ধাপে সব মিলিয়ে উত্তীর্ণ হয়েছেন ১,৫১,৮২৫ জন। এর মধ্যে প্রথম ধাপে ৪০,৮৬২, দ্বিতীয় ধাপে ৫৩,৫৯৫ ও তৃতীয় ধাপে ৫৭,৩৬৮ জন উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী বাছাই করা হবে। মৌখিক পরীক্ষা একেবারে শেষের দিকে।