ক্রিমিয়া সেতু বিস্ফোরণের পেছনে ইউক্রেনকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেন, ইউক্রেনের স্পেশাল সার্ভিসের পরিকল্পনা, অংশগ্রহণ ও নির্দেশে এই হামলা হয়েছে।
পুতিন বলেন, ‘এখানে কোনো সন্দেহ নেই যে, রাশিয়ার গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো ধ্বংস করার জন্য এটা সন্ত্রাসবাদের কাজ। যার উদ্দেশ্য গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো ধ্বংস করা।’
অধিকৃত ক্রিমিয়া অঞ্চলের সাথে রাশিয়ার মূল ভূখণ্ডের সংযোগ ঘটিয়েছে এই সেতু, যা কার্চ সেতু হিসেবেও পরিচিত। এ বন্দরে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের ঘাঁটি অবস্থিত। সেতুটির বিস্ফোরণ নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইউক্রেনীয় কর্মকর্তাসহ দেশটির সাধারণ জনতাকে উল্লাস করতে দেখা যায়।
এর আগে গত শনিবার (৮ অক্টোবর) ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে সংযুক্তকারী এই সেতুর ওপর একটি ট্রাক বিস্ফোরণে তিনজন নিহত হয়। বিস্ফোরিত ট্রাকের মালিককে শনাক্ত করা হয়েছে।
রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি জানায়, ট্রাক বোমার কারণে জ্বালানি বহনকারী সাতটি রেলগাড়িতে আগুন ধরে যায়। এর ফলে ব্রিজের দুটি অংশ আংশিক ধসে পড়ে।
ইউক্রেনের কাছ থেকে ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। এরপর ১৯ কিলোমিটার দীর্ঘ সেতুটি রাশিয়ার পরিবহন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হয়।