পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর বিরুদ্ধে শনিবার জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির একজন বিশেষ বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। তবে পাঞ্জাবের দুর্নীতি দমন সংস্থার (এসিই) একটি দল গতকাল সোমবার সানাউল্লাহকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। ইসলামাবাদের সচিবালয় থানা থেকে তাঁরা খালি হাতে ফিরেছেন বলে এক রিপোর্টে বলা হয়েছে। খবর বিজনেস রেকর্ডের।
তার আগে প্রাদেশিক দুর্নীতিবিরোধী ওয়াচডগ কর্মকর্তারা পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ নেতাকে গ্রেপ্তার করতে এবং তাঁকে আদালতে হাজির করার জন্য রাওয়ালপিন্ডির বিশেষ বিচারিক ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছিলেন।