২০৯ রানের বড় লক্ষ্য তাড়ায় নেমে ব্যাটে আগ্রাসী শুরুর পর ধারাটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। চারে নেমে সাকিব আল হাসান ৪৪ বলে ৮ চার ও এক ছক্কায় ৭০ রানের ইনিংস খেলেছে। বাকিদের ব্যর্থতায় দলের হার এড়াতে পারেনি বাংলাদেশ। তবে সাকিবের মতে, টানা হারের বৃত্তে থাকলেও বাংলাদেশ দল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব একটা পিছিয়ে নেই।
এই সিরিজে দলের কম্বিনেশন খোঁজা হচ্ছে বলে জানিয়ে সাকিব বলেন, ‘আমরা অনেক বেশি পিছিয়ে নেই। কিছু জায়গায় আমাদের আরও উন্নতি করতে হবে। বিশ্বকাপে আমাদের দল কেমন হবে সেটা আমরা জানি। আমরা এই সিরিজে সেরা কম্বিনেশন খোঁজার চেষ্টা করেছি। কালকের ম্যাচে আমরা জিততে চেষ্টা করব। এ কারণে ম্যাচটি গুরুত্বপূর্ণ।
আজকের ম্যাচে পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সাকিব বলেন, ‘আপনি যখন রান করবেন তখন ভালো অনুভব করবেন। তবে আজকের উইকেট বাকি ম্যাচগুলোর চেয়ে আলাদা ছিল। নিউজিল্যান্ড খুবই ভালো স্কোর করেছে এবং আমরা ম্যাচে সবসময় পিছিয়ে ছিলাম। যদি আমরা আরও ১৫-২০ রান বেশি করতে পারতাম তাহলে ভালো হতো।’
বিশ্বকাপ শুরুর খুব দেরি নেই। অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে দলের সঠিক কম্বিনেশনই খুঁজে বের করতে পারেনি বাংলাদেশ। সাকিব জানালেন, সেটি থেকে দল খুব বেশি দূরেও নেই। তবে এখনও অনেককিছু ঠিক করা বাকি, সেটিও জানিয়ে দিলেন, ‘আমাদের কিছু ক্ষেত্র আছে যা আমাদের ঠিক করতে হবে।’