ইউক্রেনের বিভিন্ন শহরের ৪০ স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আজ বৃহস্পতিবার ইউক্রেন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবের পরের দিনই এই হামলা চালানো হলো।
ইউক্রেনের আর্মড ফোর্সেস জেনারেল স্টাফ জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র ৪০টি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। এসময় রাশিয়ার ২৫টি অবস্থান লক্ষ্য করে ৩২টি হামলা হামলা চালিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী।
ইউক্রেনের মিকোলাইভ শহরের মেয়র ওলেকসান্দার সেনকেভিচ জানান, রাশিয়া তীব্র রকেট হামলা চালিয়েছে। তিনি বলেন, ‘একটি পাঁচতলা ভবন আক্রান্ত হয়েছে। ভবনটির উপরের দুই তলা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বাকিটাও ধ্বংস্তুপে চাপা পড়েছে। সেখানে উদ্ধার অভিযান চলছে।’