ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি আগ্রাসন শুরুর পর ইউক্রেনের ন্যাটো জোটে অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে মাথাব্যথা কমে এলেও আবারো একই হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। খবর ইউর্যাক্টিভ, আল আরাবিয়্যার।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রুশ বার্তাসংস্থা তাসকে দেয়া এক সাক্ষাৎকারে রুশ ফেডারেশনের নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি আলেকজান্ডার ভেনেডিক্টভ বলেন, ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে।
ভেনেডিক্টভকে উদ্ধৃত করে তাস বলেছে, ‘ইউক্রেন ভালো করেই জানে, এই ধরনের পদক্ষেপের অর্থ হবে নিশ্চিতভাবেই তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি। আপাতদৃষ্টিতে, তথ্যগত গোলমাল সৃষ্টি করে আবারও নিজেদের প্রতি (আন্তর্জাতিক সম্প্রদায়ের) দৃষ্টি আকর্ষণ করতে কাজ করছে ইউক্রেন।’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কিয়েভকে পশ্চিমাদের সামরিক সহায়তা প্রদান নিয়েও কথা বলেছেন রুশ নিরাপত্তা পরিষদের এই ডেপুটি সেক্রেটারি। তার দাবি, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সাহায্য দিয়ে এটিই বুঝিয়ে দিয়েছে যে, ‘তারা (পশ্চিমারা) সরাসরি এই সংঘাতের একটি পক্ষ’।
মূলত, ইউক্রেনকে সামরিক সহায়তা করা নিয়ে দীর্ঘদিন ধরেই পশ্চিমাদের বিরুদ্ধে এই ইঙ্গিতই দিয়ে আসছে মস্কো। এদিক থেকে, ভেনেডিক্টভের সর্বশেষ এই মন্তব্য রুশ অবস্থানেরই পুনরাবৃত্তি।