চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং এই ইস্যুতে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পরমাণু মহড়া চালানোর ঘোষণা দিয়েছে সামরিক জোট ন্যাটো। ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনের যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া বার্ষিক নিয়মিত পরমাণু প্রতিরোধমূলক মহড়া পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর আলজাজিরার।
সংবাদমাধ্যম বলছে, ইউক্রেনের যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনা এবং প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন রাশিয়ার ভূখ- রক্ষার জন্য তার হাতে থাকা সমস্ত উপায় ব্যবহার করার বিষয়ে তামাশা করছেন না- এমন কথা জানানোর পরও ন্যাটো আগামী সপ্তাহে তাদের দীর্ঘ পরিকল্পিত পারমাণবিক মহড়া শুরু করবে। ‘স্টেডফাস্ট নুন’ নামক এই মহড়াটি প্রতি বছর একবার করে অনুষ্ঠিত হয় এবং এটি সাধারণত প্রায় এক সপ্তাহ চলে।
বেলারুশকে জি৭-এর হুঁশিয়ারি ॥ রাশিয়া ইউক্রেনে হামলার তীব্রতা বাড়ানোয় এবং পশ্চিমাদের জন্য আরও বেশি হুমকি হয়ে ওঠায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলো গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ঘিরে নিরাপত্তা জোরদার করতে শুরু করেছে। এদিকে জি৭ জোটের নেতারা বুধবার তাদের ভার্চুয়াল এক বৈঠকের যৌথ বিবৃতিতে ইউক্রেইন যুদ্ধে আরও বেশি জড়িয়ে না পড়ার ব্যাপারে বেলারুশকে হুঁশিয়ার করেছেন।