বোর্ডে মাত্র ১১১ রান। সংযুক্ত আরব আমিরাতের জন্য এই ম্যাচে লড়াই করা তো কঠিনই ছিল। তবে এমন ম্যাচেও জয়ের ভালো সম্ভাবনা তৈরি করেছিল মরুদেশটি, ৭৬ রানে তুলে নিয়েছিল নেদারল্যান্ডসের ৬ উইকেট।
শেষ ওভার পর্যন্ত জমে ছিল লড়াই। তবে স্নায়ু ধরে রেখে ম্যাচটি ঠিকই বের করে নিয়েছে ডাচরা। ১ বল হাতে রেখে জিতেছে তারা জিতেছে ৩ উইকেটে।
শেষ দুই ওভারে ৪ উইকেট হাতে রেখে ১০ রান দরকার ছিল নেদারল্যান্ডসের। সহজই ছিল সমীকরণ। কিন্তু ১৯তম ওভারে নিজেদের ৭ নম্বর উইকেটটি হারিয়ে মাত্র ৪ রান তুলতে পারে ডাচরা। ফলে শেষ ওভারে লাগে ৬।
জাওয়ার ফরিদ প্রথম তিন বলে তিনটি সিঙ্গেলস দেন। তারপরও মাথা গরম করেনি ডাচরা। চতুর্থ বলে স্কট এডওয়ার্ডস দুই আর পঞ্চম বলে এক রান নিয়ে নিশ্চিত করেন দলের জয়। ১৯ বলে ১৭ রানে অপরাজিত থাকেন এডওয়ার্ডস। ওপেনার ম্যাক্স ওয়াদুদ ১৮ বলে করেন ২৩ রান।
আরব আমিরাতের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন জুনায়েদ সিদ্দিক। ২৪ রানে তিনি নেন ৩টি উইকেট।
এর আগে জিলংয়ে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল আরব আমিরাত। শুরুটা বেশ ভালোই ছিল। ওপেনার মোহাম্মদ ওয়াসিমের ব্যাটে চড়ে একটা সময় ২ উইকেটেই ৯১ রান তুলে ফেলেছিল তারা। সেখান থেকে আর ১৯ রান যোগ করতে তারা হারায় ৬ উইকেট। তাই পুঁজিটা বড় হয়নি।
৮ উইকেটে ১১১ থামে আরব আমিরাতের ইনিংস। ওপেনার মোহাম্মদ ওয়াসিমের ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৪১ রান (৪৭ বলে)। এছাড়া ভ্রিতিয়া অরবিন্দ ১৮ আর কাশিফ দাউদ করেন ১৫ রান।
ডাচ বোলারদের মধ্যে ১৯ রানে ৩টি উইকেট নেন বেস ডি লেডে। ২ উইকেট শিকার ফ্রেদ ক্লাসেনের।