টি-টোয়েন্টি ক্রিকেটে এখন আর ২০০ রানের স্কোর আশ্চর্যের কিছু নয়। প্রায় নিয়মিতই এমন স্কোর দেখা যায়। কিন্তু বাংলাদেশের জন্য এই স্কোরটাই যেন বিরল! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সব মিলিয়ে ৬৭ ইনিংস আগে ব্যাট করে মাত্র দুইবার ২০০ ছুঁতে পেরেছে বাংলাদেশ। আজ থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও দুই শতাধিক রানের স্কোরের কথা কল্পনাতেও আনতে পারছে না সাকিব আল হাসানের দল! ১৬০-৭০ করলেই তারা খুশি!
আজ রবিবার ব্রিজবেনে দলের অনুশীলন শেষে বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘নিউজিল্যান্ডে কেবল একটি স্কোর ছিল ২০০ ছাড়ানো।
২০০ করা নিয়ে তাই আমাদের ভাবনা নেই। আমরা যদি ১৬০-১৭০ নিয়মিত করতে পারি, তাহলে বোলিং আক্রমণ দিয়ে ম্যাচ হারার চেয়ে জিতবই বেশি। আমার মনে হয় না, এখানে ২০০ দরকার আছে। কালকেও ২০০ দরকার হবে না। বিশ্বকাপেও ২০০ রানের স্কোর খুব একটা জরুরি হবে না। ১৭০-১৮০ এখানে হবে আদর্শ স্কোর। ’
সিডন্স যে বোলিং আক্রমণের যুক্তি দিলেন, সেটাও যে খুব শক্তিশালী তা কিন্তু বলা যায় না। কারণ ত্রিদেশীয় সিরিজে নিজেদের সর্বশেষ ম্যাচে পাকিস্তানের কাছে ১৭৩ রান করেও হেরেছে বাংলাদেশ। কারণ ছিল বাজে বোলিং আর ফিল্ডিং। একই কারণে গত মাসে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮৩ রান করেও হেরেছিল টাইগাররা। তবু সিডন্স বললেন, ‘আমরা যদি ১৭০ করতে পারি, তাহলে খুবই খুশি হব। আমাদের বোলিং আক্রমণের জন্য এটা যথেষ্ট হবে। ’