ভারতের উত্তরাখন্ড রাজ্যের রুদ্রপয়াগ জেলার কেদারনাথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারে থাকা পাঁচ তীর্থযাত্রী ও পাইলট নিহত হয়েছেন। উড্ডয়নের কিছু সময় পরই আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে গুরু চাট্টির নিকটবর্তী এলাকার একটি পাহাড়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
মনে করা হচ্ছে, পাহাড়ে অতিরিক্ত কুয়াশায় খারাপ দৃশ্যমানতার জন্যই দুর্ঘটনার শিকার হয়েছে হেলিকপ্টারটি। এখন পর্যন্ত দুই পাইলট-সহ ছয়জন নিহতের খবর পাওয়া গেছে। একজনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। প্রশাসনের তরফে বলা হয়েছে, ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে।
দুর্ঘটনার পর কেদারনাথের স্থানীয়দের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, পাহাড়ের ঢালে একটি জায়গায় ভেঙে পড়েছে হেলিকপ্টারটি। তার টুকরো ছড়িয়ে রয়েছে চারদিকে। কপ্টারের ভেঙে পড়া অংশ থেকে আগুনও জ্বলতে দেখা যাচ্ছে।