রাশিয়া-ইউক্রেন যুদ্ধের একপর্যায়ে মস্কোর কাছে গুরুত্বপূর্ণ খেরসন শহর হারিয়ে ফেলে ইউক্রেনীয় সেনারা। তবে শহর হারিয়ে থেমে থাকেনি তারা। খেরসন পুনরুদ্ধারে মরিয়া হয়ে লড়াই চালাচ্ছে ইউক্রেনের সেনারা। ফলে পরিস্থিতি দিনকে দিন জটিল হয়ে উঠছে।
ইউক্রেনে নিযুক্ত রুশ বাহিনীর কমান্ডার সের্গেই সুরোভিকিন বলছেন, ইউক্রেনীয় সেনারা হিমার্স ব্যবহার করে খেরসন শহরের অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানছে। এর ফলে খেরসনের পরিস্থিতি ক্রমেই গুরুতর হচ্ছে। সেখানকার বাসিন্দাদের দ্রুত সরিয়ে নিতে হবে।
গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর প্রথম দিকে খেরসনের নিয়ন্ত্রণ হারায় কিয়েভ। তবে সপ্তাখানেক ধরে পাল্টা হামলা চালিয়ে খেরসনের বেশ কয়েকটি এলাকা পুনরুদ্ধার করেছে। এবং লড়াই অব্যাহত রেখেছে।