জিম্বাবুয়ের কাছে ৩১ রানের হারে বিশ্বকাপ শুরু হয় আয়ারল্যান্ডের। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও এবার স্কটল্যান্ডের দেয়া পাহাড়সম টার্গেট তাড়া করে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে আইরিশরা। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৭৬ রান তোলে স্কটল্যান্ড। জবাবে ১ ওভার হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় আয়ারল্যান্ড। এই জয়ের পর সুপার টুয়েলভে যাওয়ার আশা বেঁচে রইলো আয়ারল্যান্ডের।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই জর্জ মুন্সেকে হারায় স্কটল্যান্ড। আগের ম্যাচে উইন্ডিজের বিপক্ষে বিস্ফোরক ব্যাটিং করলেও আজ ফিরলেন ১ রান করে। তবে আজও জ্বলে উঠেছেন আরেক ওপেনার মাইকেল জোন্স। তিনি একপ্রান্ত আগলে রেখে খেলেন ১৯তম ওভার পর্যন্ত। ৫৫ বলে ৬ চার ও
৪ ছয়ে ৮৬ রান করেন। এছাড়া ম্যাথিউ ক্রস ২১ বলে ২৮, অধিনায়ক রিচি বেরিংটন ২৭ বলে ৩৭ এবং মাইকেল লিস্ক ১৩ বলে করেন অপরাজিত ১৭ রান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৬ রান তুলেছে স্কটল্যান্ড।
আইরিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল কুর্তিস ক্যাম্ফার। ২ ওভারে ৯ রান দিয়ে তিনি নেন ২টি উইকেট।
রান তাড়া করতে নেমে ৬১ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল আইরিশরা। সেখান থেকে কুর্তিস ক্যাম্ফার আর জর্জ ডকরেলের জুটিতে পাল্টে যায় দৃশ্যপট। ২৭ বলে ৫০ রান তোলে এই জুটি। পঞ্চম উইকেটে দুই ব্যাটসম্যান একশতে পৌঁছান আর ২৩ বল খেলে। ম্যাচ জেতানো জুটিতে ১১৯ রান করতে তারা বল খেলেছেন মাত্র ৫৭টি। ক্যাম্ফার ৩২ বলে ৭ চার আর ২ ছক্কায় ৭২ রানে অপরাজিত থাকেন। ডকরেল ২৭ বলে করেন হার না মানা ৩৯। এছাড়া লরকান টাকারের ব্যাট থেকে ১৭ বলে ২০ আর অধিনায়ক অ্যান্ডি বালবির্নি করেন ১২ বলে ১৪ রান।