জার্মানির সাইবার নিরাপত্তা প্রধান আর্নে শনবোমকে রাশিয়ার সঙ্গে অত্যধিক ঘনিষ্ঠ হওয়ার অভিযোগে বরখাস্ত করা হয়েছে। একটি প্রতিষ্ঠানের সুবাদে রাশিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। ওই প্রতিষ্ঠানটি স্থাপনেও শনবোমের ভূমিকা ছিল।
আর্নে শনবোম ২০১৬ সাল থেকে জার্মানির সরকারি যোগাযোগের নিরাপত্তা রক্ষা করার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ ফেডারেল সাইবার সিকিউরিটি অথরিটি (বিএসআই)-এর নেতৃত্ব দিয়েছেন।
তবে জার্মান মিডিয়ায় অভিযোগ করা হয়েছে, রাশিয়ার গোয়েন্দা বাহিনীগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে তার সম্পর্ক রয়েছে৷
শনবোম আগে কাজ করতেন সাইবার সিকিউরিটি কাউন্সিল জার্মানি নামে একটি বেসরকারি কম্পানিতে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একটি রুশ কম্পানির সহযোগী সংস্থা পরিচালনার অভিযোগ রয়েছে। সাবেক সোভিয়েত আমলের গোয়েন্দা সংস্থা কেজিবির একজন কর্মকর্তা প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত। তবে কম্পানিটি কোনো অন্যায় কাজের কথা অস্বীকার করেছে।
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসারের একজন মুখপাত্র বলেছেন, আর্নে শনবোমের নিরপেক্ষতার ওপর জনসাধারণের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, অভিযোগের তদন্ত চলাকালে নিরাপত্তা প্রধানকে নির্দোষ বলেই গন্য করা হবে।