হাতে ১১ বল থাকতে ৫ উইকেটে হার। বড় হারই বটে। ইংল্যান্ডের বিপক্ষে ওই হারের মধ্যেও আফগানিস্তানের বোলাররা সম্মান আদায় করে নিয়েছেন। ফজল হক ফারুকি-মুজিব উররা বুঝিয়ে দিয়েছেন আফগান ব্যাটিং অনিশ্চয়তায় ভরা হলেও বোলাররা বিশ্বমানের।
শনিবার পার্থে সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে টস হেরে বোলিং করতে নামে ইংল্যান্ড। ছোট দল ভেবে অধিনায়ক জস বাটলার শুরুতে ব্যাটিং করার দুঃসাহস দেখাননি। ইংল্যান্ডের অভিজ্ঞ পেস আক্রমণে দুই বল থাকতে ১১২ রানে ধসে যায় আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ।
চারে নেমে বেন স্টোকস ২ রান করে নবীর বলে বোল্ড হন। দলকে জিতিয়ে ফেরান পাঁচে নামা লিয়াম লিভিংস্টোন। তিনি ২১ বলে তিন চারে ২৯ রান করেন। কিন্তু ছয়ে নামা হ্যারি ব্রুক ৭ করে রশিদ খানের বলে ফিরে যান। মঈন আলী ৮ রান করে দলকে জিতিয়ে ফেরেন।
ইংল্যান্ডের বাঁ-হাতি পেস অলরাউন্ডার স্যাম কারেন ৩.৪ ওভারে ১০ রান দিয়ে ৫ উইকেট নিয়ে আফগানদের ধসিয়ে দিয়েছেন। প্রথম ইংলিশ পেসার হিসেবে টি-২০ ফরম্যাটে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন বেন স্টোকস ও মার্ক উড। পেস বোলিংয়ের জবাব স্পিনে দিয়েছেন আফগানরা। মুজিব ৪ ওভারে মাত্র ২২ রানে, ফজল হক ৪ ওভারে ২৪ রানে, রশিদ ৪ ওভারে মাত্র ১৭ রানে নিয়েছেন একটি করে উইকেট। নবী ৩ ওভারে ১৬ রানে নিয়েছেন এক উইকেট।