চীনের সাথে সরাসরি সংঘাতে যেতে চায় না ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটির নেতারা বেইজিংয়ের সাথে বিদ্যমান সম্পর্ক ভেঙে যাওয়ার যে শঙ্কা তৈরি হয়েছে, সে বিষয়েও সতর্ক করেছেন।
শুক্রবারের ব্রাসেলস সম্মেলনে অংশ নেওয়া ২৭ দেশের নেতারা চীনের সাথে সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেন। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আধিপত্য বিস্তারকারী মনোভাব নিয়েও তারা কথা বলেন তারা।
হংকং ও তাইওয়ানে চীনের আগ্রাসী মনোভাব ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে সতর্ক থাকলেও ইউরোপের নেতারা চীনের সাথে সরাসরি দ্বন্দ্বে যেতে চায় না।
সম্মেলনের আয়োজক ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল বলেন, ‘এই আলোচনায় পরিষ্কার যে যেকোনো সংঘাত এড়িয়ে চলা হবে কিন্তু আমরা চীনের সাথে কোনো রকম সম্মুখ দ্বন্দ্বে যেতে চাই না।’
তবে নিজেদের নীতিতে অটল ও অবিচল থাকার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ক্ষমতার এই ব্লক। মাইকেলন বলেন, ‘আমরা সবসময় আমাদের নীতি, গণতন্ত্র ও স্বাধীনতার মৌলিক অধিকারের বিষয়ে অবিচল থাকব।’