টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে। প্রথম রাউন্ডে আফ্রিকার দেশটির গ্রুপে ছিল ওয়েস্ট ইন্ডিজের মতো বিশ্বকাপ জয়ী দল। এমন গ্রুপ থেকে মূলপর্বে এসে এবার বড় কিছুর আশা দেখতে চাইছে জিম্বাবুয়ে। দেশটির কোচ ডেভ হটনের ইচ্ছা, সেমিফাইনাল খেলুক তার দল।
চলতি বছরের জুনে জিম্বাবুয়ের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন হটন। এরপর ১১ টি-টোয়েন্টিতে ৯ জয় পেয়েছে তার দল। এমনকি সম্প্রতি ঘরের মাটিতে বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ জিতেছে সিকান্দার রাজার দল।
জিম্বাবুয়ের সম্ভাবনা আছে বলে জানিয়ে হটন বলেন, ‘দেশ ছাড়ার সময় আমি ছেলেদের বলেছি যে, কোয়ালিফাই করতে পেরেছি, এটি দারুণ ব্যাপার। তবে এটি মূল লক্ষ্য নয়। আমাদের মূল লক্ষ্য হলো সুপার টুয়েলভ যাওয়া এবং পরের ধাপে যতটা সম্ভব প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়া।’
তিনি আরও বলেন, ‘আমরা যদি সেমিফাইনালে যেতে পারি, তাহলে আরও ভালো হবে। তবে আমি এখন একটি, একটি করে ম্যাচ নিয়ে ভাবব।’
হোবার্টে সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে জিম্বাবুয়ে।