রুশ সেনাবাহিনী দখলকৃত খেরসন অঞ্চলে ইউক্রেনের সেনাদের একটি হামলা প্রতিহতের দাবি করেছে রাশিয়া।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সেনাবাহিনী খেরসনে যে চতুর্মুখী হামলা চালিয়ে, যা নস্যাৎ করে দেওয়া হয়েছে এবং হামলাকারীরা তাদের আগের অবস্থানে ফিরে গেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেনিপার নদীর পশ্চিমতীরের চারটি এলাকা দিয়ে ইউক্রেনের সেনাবাহিনী একযোগে হামলা চালিয়েছিল। এ ছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলেও ইউক্রেনের হামলা প্রতিহত করা হয়েছে।
গত কয়েক সপ্তাহে খেরসনের যুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনী বড় ধরনের সাফল্য দেখিয়েছে। এর আগে শুক্রবার ইউক্রেনের সেনাবাহিনী দেশটির খেরসন অঞ্চলের ৮০টির বেশি জেলা রুশ সেনাদের কাছ থেকে পুনরুদ্ধার করার দাবি করেছিল।
ইউক্রেনের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফ কিরিলো তিমোশেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছিলেন, দক্ষিণাঞ্চলীয় খেরসনের ৮৮ জেলা দখলমুক্ত হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর পরই রুশ সেনারা খেরসন দখল করে নিয়েছিল। রুশ কর্মকর্তারা বলেছিলেন, তারা অঞ্চলটি রক্ষার করার জন্য প্রয়োজনে সেখানে দুর্গ গড়ে তুলবেন। কিন্তু পশ্চিমা সমর্থনপুষ্ট ইউক্রেনের সেনাবাহিনীর অগ্রাভিযানের মুখে সেখানে এখন রুশ সেনাদের অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে।