যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া চলছে। সদ্য সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসের পদত্যাগের সঙ্গে সঙ্গে এই প্রক্রিয়া শুরু হয়।
নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করতে কমপক্ষে ১০০ সংসদ সদস্যের ( স্থানীয়ভাবে টরি নামে পরিচিত) সমর্থন প্রয়োজন হয়। যুক্তরাজ্যের সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক ইতোমধ্যে ১৪০ জনের সমর্থন লাভ করেছেন। পেনি মরড্যান্ট প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেও এখন পর্যন্ত ১০০ টরির সমর্থন পাননি। তবে তার ক্যাম্পেইনার জানিয়েছেন, তিনি ১০০ টরির সমর্থনের দ্বারপ্রান্তে রয়েছেন।
লন্ডন থেকে আল জাজিরার প্রতিনিধি অ্যান্ডু সাইমন জানিয়েছেন, মনে হচ্ছে না, ঋষি সুনাকের বিরুদ্ধে পেনি মরড্যান্ট জিততে পারবেন। তার কারণ, কনজারভেটিভ পার্টির মধ্যে তিনি বেশ সম্মানীয় হলেও দল এখন অভিজ্ঞ এবং স্থিতিশীলতা চাচ্ছে।
ঋষি সুনাককে সমর্থনকারী জ্যেষ্ঠ সংসদ সদস্যরা বলছেন, পেনি মরড্যান্টের পাশে যারা আছেন তারা ভালো করেই জানেন, খেলা সমাপ্ত হয়ে গেছে। তিনি (পেনি মরড্যান্ট) বিজয়ী হতে পারবেন না। যদিও তিনি ভাবছেন ‘পারবেন’। এটা ইগো।