জরুরি প্রয়োজন ছাড়া রাজধানীর খিলক্ষেত উত্তরা হয়ে গাজীপুরমুখী সড়ক ব্যবহার না করতে নাগরিকদের অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তরা বিভাগ।
ডিএমপির গণমাধ্যম শাখা বলছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রবল বৃষ্টি হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের বিভিন্ন অংশে বড় বড় গর্তের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে খিলক্ষেত উত্তরা হয়ে গাজীপুরমুখী যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
জানা গেছে, ভোর থেকেই সড়কটিতে গাড়ির বাড়তি চাপ রয়েছে। সড়কে ভয়াবহ যানজট। টঙ্গীর পর থেকেই গাড়ির গতি খুবই ধীর। যার প্রভাব পড়েছে রাজধানীতে। যাদের বেশি প্রয়োজন, তাদের সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানানো হচ্ছে।