স্বাগতিক অস্ট্রেলিয়াকে উড়িয়ে বিশ্বকাপে দুর্দান্ত শুরু। এরপর বৃষ্টির বাধায় আফগানদের বিপক্ষে পয়েন্ট হারিয়ে একটু ব্যাকফুটে ছিল নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছিল। সেখানেও শুরুতে ব্যাটিং বিপর্যয়। ওই বিপর্যয় ঠেলে গ্লেন ফিলিপসের সেঞ্চুরিত ৭ উইকেটে ১৬৭ রানের সংগ্রহ পেয়েছে ব্ল্যাক ক্যাপসরা।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শনিবার টস জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। লঙ্কান বোলিং তোপে ১৫ রানে হারায় টপ অর্ডারের তিন ব্যাটারকে। দুই ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে ১ রান করে যোগ করে ফিরে যান। তিনে নেমে অধিনায়ক কেন উইলিয়ামসন ৮ রান করে আউট হন।
দলের ওই বিপর্যয়ে হাল ধরেন গ্লেন ফিলিপস ও ডার্লি মিশেল। তারা ৮৪ রানের জুটি গড়েন। যাতে মিশেল ২৪ বলে যোগ করেন ২২ রান। তবে অন্য প্রান্তে থাকা ফিলিপস রীতিমতো ঝড় শুরু করেন। তিনি শেষ ওভারে ফিরে যাওয়ার আগে ৬৪ বলে ১০৪ রানের ইনিংস খেলেন। দশটি চারের সঙ্গে চারটি ছক্কার শট তোলেন তিনি। তার ব্যাটে ভর করেই ভালো সংগ্রহ পেয়েছে কিউইরা।
শ্রীলঙ্কার হয়ে দীর্ঘদিন পরে দলে ঢোকা পেসার কাসুন রাজিথা ভালো করেছেন। ৪ ওভারে ২৩ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন ২ উইকেট। এছাড়া লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। শুরু ভালো করলেও স্পিনার মহেশ থিকসানা ৪ ওভারে ৩৫ রানে ১ উইকেট নিয়েছেন। লাহিরু কুমারা ১ উইকেট নিলেও তিন ওভারে দিয়েছেন ৩৭ রান। চামিকা করুনারত্নেও ৩ ওভারে ৩৪ রান খেয়েছেন।