ব্রিটিশ নৌবাহিনীর সদস্যরাই গত মাসে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন দুটি উড়িয়ে দিয়েছি বলে অভিযোগ করেছে রাশিয়া।
তবে রাশিয়ার এ অভিযোগ উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্র। লন্ডন বলছে— ইউক্রেনে রুশ সেনাবাহিনীর ব্যর্থতা থেকে চোখ সরাতেই মস্কো এখন এমন উল্টোপাল্টা বকছে। খবর রয়টার্সের।
শনিবার ক্রিমিয়ায় কৃষ্ণসাগরীয় নৌবহরের ওপর ইউক্রেনের ড্রোন হামলা বিষয়ে বলতে গিয়েই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্রিটিশ নৌবাহিনীর বিরুদ্ধে গ্যাস পাইপলাইনে ‘সন্ত্রাসী হামলার’ এ অভিযোগ তোলেন।
শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ব্রিটিশ নৌবাহিনীর যে ইউনিট নর্ড স্ট্রিম-১ ও নর্ড স্ট্রিম-২ পাইপলাইন উড়িয়ে দিয়েছে, সেই একই ইউনিটের বিশেষজ্ঞদের নির্দেশনায় ক্রিমিয়ায় রাশিয়ার কৃষ্ণসাগরীয় বহরের ওপর ড্রোন হামলা হয়েছে।
রুশ বাহিনী ওই হামলা প্রতিহত করেছে; তবে একটি মাইন সরানোর জাহাজ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ব্রিটিশ নৌবাহিনীর একই ইউনিটের প্রতিনিধিরাই চলতি বছরের ২৬ সেপ্টেম্বর বাল্টিক সাগরে সন্দ্রাসী হামলা চালিয়ে নর্ড স্ট্রিম-১ ও নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে।