বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে পাকিস্তানকে ৯২ রানের টার্গেট দিয়েছে নেদারল্যান্ডস। ব্যাট করতে নেমে শুরুতেই পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়ে নেদারল্যান্ডস। নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ৯২ রান করে ডাচরা।
ডাচদের ইনিংসে সর্বোচ্চ রান করেন কলিন অ্যাকারম্যান। ২৭ বলে ২ চারে ২৭ রান করেন তিনি। অধিনায়ক স্কট এডওয়ার্ডসের সংগ্রহ ১৫ রান। বাকি ৭ ব্যাটারের মধ্যে কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের কোঠা।
চার ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন পাকিস্তানের শাদাব খান। ১৫ রান দিয়ে ২ উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম।