জাতীয় সংসদ থেকে বিএনপির দলীয় সংসদ সদস্যরা পদত্যাগ করলে সংসদ ভেঙে যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের আসন্ন জাতীয় কাউন্সিল উপলক্ষে রোববার (৩০ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপি দলীয় সংসদ সদস্যদের পদত্যাগের হুমকি দেওয়া হচ্ছে এ বিষয়ে আওয়ামী লীগের অবস্থান কি— জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, তাদের হুমকির কি আছে। তাতে কি সংসদ অচল হয়ে যাবে? তারা কয়জন? ৭ জন। ৭ জন পদত্যাগ করলে সংসদ কি অচল হয়ে যাবে? পদত্যাগের ব্যাপারটা তাদের দলের সিদ্ধান্তের ব্যাপার। এটা আমাদের বিষয় না। হারাধন গেলেও কি, না গেলেও কি, নির্বাচনের এক বছর বাকি।
সরকারের পদত্যাগ ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না তাদের এমন দাবির বিষয়ে তিনি বলেন, নির্বাচনের এখনও এক বছর বাকি। এখনও অনেক সময়। এর মধ্যে কত কিছু ঘটে যাবে। নাটকের পর নাটক। বিএনপি তো রঙ্গে রঙ্গে নাটক দেখায়। গতবারও আসবে না, আসবে না, পানি ঘোলা করে শেষ পর্যন্ত ঠিকই এসেছে। পরিস্থিতি কোথায় গিয়ে গড়ায় দেখুন। অপেক্ষা করুন।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মেলন হবে বলে জানান ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগসহ সব সহযোগী সংগঠনের সম্মেলনের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। আলোচনা করে দ্রুত তারিখ জানিয়ে দেওয়া হবে।
তিনি বলেন, এখন থেকে প্রধানমন্ত্রী ঢাকার বাইরে সমাবেশ করবেন। মাসে দুইটা করে সমাবেশে তিনি সশরীরে উপস্থিত থাকবেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির আন্দোলনে বাধা দিতে প্রধানমন্ত্রী নিষেধ করেছেন। পরিবহনের মানুষ বিএনপিকে ভয় পায়। এখানে আমার করার কী আছে?
এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্ল্যাহ, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ডা. দিপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ মাহমুদ আল স্বপন, এসএম কামাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, উপ দফতর সম্পাদক সায়েম খানসহ কেন্দ্রীয় নেতারা।