জমে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। সুপার টুয়েলভের মূল পর্বের বাকি আর ৫ দিন। এরমধ্যে নিশ্চিত হয়ে যাবে কোন চার দল যাবে সেমিফাইনালে।
বিশ্বকাপের মঞ্চে টিকে থাকার লড়াইয়ে আজ (১ নভেম্বর) ব্রিসবেনের গ্যাবায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড। এদিন টসে জিতে কিউইদের বিপক্ষে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।
এই ম্যাচ জিততেই হবে ইংলিশদের। হারলেই দলটির বাদ পড়ার সম্ভাবনা অনেক বেশি। অন্যদিকে এই ম্যাচ জিতলেই সেমিফাইনালে প্রথম দল হিসেবে নিজেদের জায়গা প্রায় নিশ্চিত করে ফেলবে নিউজিল্যান্ড।