বিএনপি ও জাতীয় পার্টির সব সংসদ সদস্য পদত্যাগ করলেও সংসদে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
মঙ্গলবার দুপুরে সুপ্রিমকোর্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন বলেন, এই সরকার অবৈধ, জনগণের ভোটে তারা ক্ষমতায় আসেনি। সংসদে তাদের ম্যাজোরিটি রয়েছে। এছাড়া সংসদের তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় না।বিএনপির ৭ জন এমপির পদত্যাগের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। শুধু দলের মহাসচিব বলেছেন, দল চাইলে যে কোনো সময় পদত্যাগ করতে প্রস্তুত এমপিরা।