হারলেই বিদায়- এই সমীকরণ মাথায় নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করতে নামে পাকিস্তান। অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৮৫ রানের স্কোর পেয়েছে বাবর আজমের দল।
পাকিস্তানের শুরুটা ভাল ছিল না। প্রথম ওভারেই ৪ রানে ফিরেন মোহাম্মদ রিজওয়ান।
তিনে নেমে ১১ বলে ২৮ রান করেন মোহাম্মদ হারিস। দলীয় ৩৮ রানে আউট হন তিনি। ব্যাট হাতে ফের ব্যর্থ হয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ১৫ বলে মাত্র ৬ রান করেছেন তিনি। হাসেনি শান মাসুদের ব্যাটও। ৪৩ রানেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তান।
এরপরই জুটি বাধেন মোহাম্মদ নওয়াজ ও ইফতিখার আহমেদ। ১১ ওভার শেষে পাকিস্তানের স্কোর ছিল ৪ উইকেটে ৭১ রান। তবে শেষ ৯ ওভারে ঝড় তোলে আরো ১১৪ রান যোগ করে পাকিস্তান। নওয়াজ ২২ বলে ২৮ রানে ফিরলেও অর্ধশত হাঁকান ইফতিখার ও শাদাব খান। ৩৫ বলে ৫১ রান করেন ইফতিখার, আর ২২ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেন শাদাব। শেষ ওভারে ৮ রান এলেও পাকিস্তান পায় বড় স্কোর।
প্রোটিয়া পেসার অ্যানরিখ নরজে ৪১ রানে চার উইকেট পেয়েছেন। এছাড়া ওয়েইন পারনেল, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি ও তাবরেজ শামসি একটি করে উইকেট পান।