খেরসনে মূল বাঁধে হামলার ফলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। এর জন্য এই এলাকার কাছে অবস্থিত পাওয়ার লাইন এবং একটি গুরুত্বপূর্ণ বাঁধে ইউক্রেনীয়দের হামলাকে দায়ী করছে দেশটি। এদিকে, ইউক্রেনের প্রাদেশিক কর্তৃপক্ষ বিদ্যুৎ বিভ্রাটের জন্য রাশিয়াকে দায়ী করেছেন।
এক বিবৃতিতে খেরসনে বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়ে রুশ কর্তৃপক্ষ উল্লেখ করেছে, দ্রুত পরিস্থিতির সমাধান করা হবে। খবর সিএনএন, আল জাজিরার।
ক্ষেপণাস্ত্র হামলায় জলবিদ্যুৎ উৎপাদনকারী কাখোভকা বাঁধের ক্ষতির কারণে এর কাছাকাছি এলাকায় কিছুটা বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। তবে ইউক্রেন এ প্রসঙ্গে এখনও কিছু বলেনি। কাখোভকা বাঁধে হামলার বিষয়ে নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি।