বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। সুপার টুয়েলভের পাঁচ ম্যাচের মধ্যে ৩ ম্যাচেই হেরে গ্রুপের পঞ্চম স্থানে থেকে দেশের বিমান ধরতে হয়েছে টাইগারদের। প্রাপ্তি বলতে ১৫ বছরের অপেক্ষা শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে দুইটি জয়।
বাংলাদেশের জয় দুইটিও অবশ্য এসেছে জিম্বাবুয়ে আর নেদারল্যান্ডের বিপক্ষে, তাও আবার কষ্টার্জিত। নেদারল্যান্ডের বিপক্ষে ৯ রানে আর জিম্বাবুয়ের বিপক্ষে ৩ রানে জিতে বিশ্বকাপের মূলপর্বে ১৫ বছরের জয়ক্ষরা কাটিয়েছে বাংলাদেশ।
বিশ্বকাপ শেষ করে ইতোমধ্যে দেশে ফেরার বিমানও ধরে ফেলেছে টিম টাইগার্স। বিশ্বকাপ মিশন শেষে টাইগারদের পারফরম্যান্স কাঁটাছেড়া করতে গিয়েই বিস্ময় লাগতে পারে অনেকের কাছেই। বিশ্বকাপের পাঁচ ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংরাহকের নামটিই অবাক করবে সবাইকে।
যেই নাজমুল হোসেন শান্তর বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্তি নিয়েই এতো আলোচন-সমালোচনা, সেই শান্তই বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুই ফিফটিও এসেছে শান্তর ব্যাট থেকেই। টুর্নামেন্টের পাঁচ ম্যাচেই খেলে শান্তর রান ১৮০।
শান্তর পর এই তালিকার দুই নম্বরে আছে ভারতের বিপক্ষে ঝড়ো ফিফটি করা লিটন। পাঁচ ম্যাচ খেলা লিটনের রান ১২৭।
এদিকে, বিশ্বকাপে যাওয়ার আগেই টাইগার অধিনায়ক সাকিব বলেছিলেন, মাশরাফির পর বাংলাদেশের পেস বোলিংয়ের দায়িত্ব এখন তাসকিন আহমেদের কাঁধেই। সেই দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করেছেন তাসকিন।
অস্ট্রেলিয়ার মাটিতে আগুন ঝরা বোলিং করেছেন তাসকিন। ভারতের বিপক্ষে কোনো উইকেট না পেলেও তাসকিনের বোলিং যারা দেখেছেন তারা একবাক্যে স্বীকার করেছেন উইকেট ছাড়া টি-টোয়েন্টির অন্যতম সেরা বোলিং।
দুর্দান্ত গতি আর লাইন-লেন্থের মিশেলে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি তাসকিনই। তারপরেই আছেন আরেক পেসার হাসান মাহমুদ। পাকিস্তানের বিপক্ষে না খেললেও আগের চার ম্যাচে ৬ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন হাসান।
টাইগার অধিনায়ম সাকিব আল হাসান ব্যাটিংয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ৫ ম্যাচে ব্যাটিংয়ে ৪৪ রান নিয়ে আছেন তালিকার পঞ্চম স্তাহ্নে। বোলিং দিয়ে অবশ্য ব্যাটিংয়ের ঘাটতি পুষিয়ে দেওয়্যার চেষ্টা করেছিলেন সাকিব। খুব যে পেরেছেন তেমন নয়। তবে ৫ ম্যাচেই হাত ঘুরিয়ে ৬ উইকেট নিয়ে তালিকার তিন নম্বরে অয়েছেন টাইগার অধিনায়ক।
বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক :
১. নাজমুল হোসেন শান্ত-১৮০
২. লিটন দাস-১২৭ রান
৩. আফিফ হোসেন-৯৫
৪. সৌম্য সরকার-৪৯
৫. সাকিব আল হাসান-৪৪
বাংলাদেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক :
১. তাসকিন আহমেদ-৮ উইকেট
২. হাসান মাহমুদ-৬ উইকেট
৩. সাকিব আল হাসান-৬ উইকেট
৪. মোস্তাফিজুর রহমান-৩ উইকেট
৫. মোসাদ্দেক হোসেন-২ উইকেট