বাংলাদেশের নির্বাচন নিয়ে জাতিসংঘের আপাতত কোনো ম্যান্ডেট নেই। সদর দপ্তর থেকে আলাদা কোনো আদেশ আসেনি উল্লেখ করে এ তথ্য দিয়েছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। আরো বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে যদি আলাদা কোনো বার্তা আসে তখন সেটা বিবেচনা করবে জাতিসংঘের বাংলাদেশ অংশ।
আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ভিআইপি লাউঞ্জে কূটনৈতিক সাংবাদিকদের নিয়মিত আয়োজন ‘ডিক্যাব টক’-এ তিনি এ সব কথা বলেন। অনুষ্ঠানে ডিক্যাবের সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দিন বক্তব্য দেন।
গোয়েন লুইস বলেন, এখন জাতিসংঘের প্রধান আলোকপাতের বিষয় রোহিঙ্গা সংকট। জাতিসংঘ রোহিঙ্গাদের জন্য যে পরিমাণ তহবিল সংগ্রহ করে, এর ৯০ শতাংশের বেশি তাদের জন্যই খরচ করা হয়।
তিনি আরো বলেন, ডিসেম্বর থেকে রোহিঙ্গাদের প্রত্যাবসন লক্ষ্য নিয়ে কাজ করছে জাতিসংঘ। মিয়ানমারে তাদের স্বাগত জানাতে সেখানে খাদ্যসংস্থান ও অবকাঠামো নির্মাণের কাজ করছে জাতিসংঘ।
বাংলাদেশের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সংস্থাটি সরকারকে সহায়তা করছে বলেও জানান লুইস। বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যুবকদের বিভিন্ন প্রকার আইসিটি ট্রেনিংয়েও সহায়তা করছে জাতিসংঘ। এ ছাড়া জলবায়ু পরিবর্তনে প্রান্তিক পর্যায়ের মানুষের আলাপ যেন ওঠে আসে সেজন্যও কাজ করছে জাতিসংঘ।
জলবায়ু পরিবর্তনের অভিবাসী হওয়াদের সামগ্রিক উন্নয়নে জাতিসংঘ কাজ করছে বলেও জানান তিনি।