যেকোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম এমন হাইপারসনিক সুপার মিসাইল তৈরির দাবি করেছে ইরান। এই নিয়ে গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। খবর আরব নিউজের।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেন, এই সমস্ত ঘোষণা নজর ও উদ্বেগ বাড়ায়। সেইসঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচির প্রতি জনসাধারণের মনোযোগ বৃদ্ধি করে।
এর আগে বৃহস্পতিবার ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের মহাকাশ ইউনিটের কমান্ডার জেনারেল আমিরালি হাজিজাদেহ বলেন, ইরানের নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঢাল মোকাবিলা করতে তৈরি করা হয়েছে।
তিনি দাবি করেছেন, এটি ক্ষেপণাস্ত্র-বিরোধী প্রতিরক্ষার সমস্ত ব্যবস্থা ভেদ করতে সক্ষম হবে। অনেক সমরাস্ত্র বিশেষজ্ঞ জানিয়েছেন, ইরানের জেনারেল যে দাবি করেছেন তা সঠিক।
তবে ইরানের এই ধরনের ক্ষেপণাস্ত্র তৈরির দাবিতে প্রশ্ন উঠেছে, তেহরান কোথায় থেকে প্রযুক্তি পেয়েছে। এর আগে গত বছর উত্তর কোরিয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি করে। এতে করে সেই সময় উদ্বেগ প্রকাশ করা হয়।