দক্ষিণ ইউক্রেনের খেরসন এলাকা থেকে সেনা সরিয়ে নেয়ার কথা জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ শুক্রবার রুশ সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে রয়টার্স।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে বলেছে, এরই মধ্যে সব রুশ সেনাকে ওই এলাকা থেকে দিনিপ্রো নদীর পূর্ব দিকে সরিয়ে ফেলা হয়েছে। তাদের সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলা হয়েছে অন্যান্য সরঞ্জামাদিও।
গত বুধবার দিনিপ্রো নদীর পশ্চিম তীর থেকে সামরিক তৎপরতা সরিয়ে নেয়ার ঘোষণা দেয় রাশিয়া। যদিও দক্ষিণ ইউক্রেনের খেরসন শহরের কাছে অবস্থিত অঞ্চলটি মস্কোর জন্য গুরুত্বপূর্ণ।
বিশ্লেষকরা রাশিয়ার এই অবস্থানকে সমঝোতায় পৌঁছানোর জন্য নিয়ামক হিসেবে গণ্য করতে চান। তবে কেউ কেউ দাবি করছেন শীতের জন্য রাশিয়া সময়ক্ষেপণ করছে মাত্র।