ইংলিশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে সিলেটের মাটিতে সংক্ষিপ্ত অনুশীলন ক্যাম্পটি দারুন সহায়ক হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। সদ্যই ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তবে ইংল্যান্ডের কন্ডিশন এখানকার চেয়ে কঠিন হবে বলেই মনে করছে টাইগাররা।
এই সিরিজটি আয়ারল্যান্ডের জন্য বেশি গুরুত্বপূর্ণ। কারণ ভারতের মাটিতে আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে হবে আইরিশদের। এজন্য স্বাভাবিকভাবেই বাংলাদেশের জন্য সুবিধাজনক হবে এমন কন্ডিশন চাইবে না আয়ারল্যান্ড্মে। মাসে আয়ারল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা থাকায় ইংল্যান্ডের কাউন্টি এসেক্স গ্রাউন্ড চেমসফোর্ডে সিরিজটি অনুষ্ঠিত হবে।
আয়ারল্যান্ড সিরিজের উদ্দেশ্যে ইতোমধ্যেই দুই বহরে ইংল্যান্ডে পৌঁছে গেছেন বাংলাদেশ দলের ক্রিকেটার আর কোচিং স্টাফরা। গতকাল সোমবার (১ মে) দ্বিতীয় বহরে দেশ ছাড়ার আগে মিরাজ বলেন, ‘কিছু ওয়ানডে সিরিজ জয়ের পর আমরা ভালো ছন্দে আছি। অনেক দিন পর ইংল্যান্ড যাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়াটা গুরুত্বপূর্ণ।’
মিরাজ আরও বলেন, ‘আসন্ন সিরিজের জন্য আমাদের প্রস্তুতির ধরণটা দুর্দান্ত ছিল। ইংলিশ উইকেট সম্পর্কে সিলেটের উইকেট আমাদের কিছুটা ধারণা দিয়েছে। সবাই খুব ভালো ছন্দে রয়েছে। হাতে সময় নিয়ে আমরা ইংল্যান্ড যাচ্ছি। যাতে আমরা সেখানে আরও প্রস্তুতি নিতে পারি।’
পারিবারিক প্রয়োজেন আইপিএলের মাঝপথেই দেশে ফিরেছেন লিটন দাস, তবে সলের সঙ্গে ইংল্যান্ড যাননি তিনি। ৩ মে ইংল্যান্ডের উদ্দেশে উরাল দেওয়ার কথা লিটনের। আর আইপিএল খেলতে এখনও ভারতে থাকা মুস্তাফিজুর রহমানও সেখান থেকেই সরাসরি উরাল দেবেন লন্ডনে। এদিকে, বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে সময় কাটিয়ে সাকিব ৫ মে দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।
আগামী, ৯ মে থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। ১২ ও ১৪ মে অনুষ্ঠিৎ হবে সিরিজের পরের দুই ম্যাচ।
পূর্ববর্তী পোস্ট