পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, পৃথিবীতে অনেক নোবেল লরিয়েটই আছেন, যারা অন্যায় করেছেন, ক্রিমিনাল কাজ করেছেন, তাদের শাস্তি হয়েছে। আমাদের নোবেল লরিয়েট ক্রিমিনাল কাজ করেছেন। গতকাল মঙ্গলবার রাতে সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়ে নিজ নির্বাচনী কার্যালয়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শ্রম আইন লঙ্ঘনের মামলায় শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সাজা প্রসঙ্গে মন্ত্রী বলেন, মুহাম্মদ ইউনূস একজন নোবেল লরিয়েট এবং এজন্য তাকে অত্যন্ত সম্মান করি। তিনি আরও বলেন, উনি ওনার লেবারদের পয়সা দেননি। তাদের ঠকিয়েছেন। সেই জন্য তার বিরুদ্ধে জাজমেন্ট হয়েছে। এটা কোর্টের ব্যাপার। উনি সুযোগ পেয়েছেন আইনি লড়াই করার, যুক্তিতর্কের। তারপর এভিডেন্সের বেসিসে কোর্ট জাজমেন্ট করেছেন।
ড. ইউনূসের দণ্ডাদেশের ফলে বৈদেশিক সম্পর্ক অবনতি হবে কী না এমন প্রশ্নে মোমেন বলেন, প্রত্যেক দেশ আইনকে সম্মান করে। এর ফলে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না।
সম্প্রতি বিবিসির এক প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, মিডিয়ার রিপোর্ট দেখে কোনো দেশই তাদের পররাষ্ট্রনীতি ঠিক করে না। সব সরকারই বিচার বিশ্লেষণ করে, ভবিষ্যৎ সম্পর্ক, নিজেদের স্বার্থ ও আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনা করে তারা সিদ্ধান্ত নেয়।
পূর্ববর্তী পোস্ট