প্রথমে এলেন কোচ নাজমূল আবেদীন। এরপর একে একে এলেন বিসিবি ফিজিও বায়েজিদ ইসলাম ও মোজাদ্দেদ আলফা, ট্রেনার তুষার কান্তি হালদার ও চিকিৎসক মনজুর হোসাইন; ছিলেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামও। হঠাৎই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে এত ব্যস্ততার কারণ জানা গেল কিছুক্ষণ পর। মিনিট পাঁচেকের মধ্যেই ইনডোরে এলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে সাদা গাড়ি থেকে বেরিয়ে ঢুকলেন ইনডোরে।
গতকালই জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা–২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাকিব। কাল রাতেই মাগুরা থেকে রওনা দিয়ে আজই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাজির হলেন এই তারকা অলরাউন্ডার।
সামনে বিপিএল। বিসিবির একমাত্র টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য মাগুরায় থাকা অবস্থায় ফিটনেসের কাজ করছিলেন তিনি। এবার ব্যাট-বলের প্রস্তুতি নেওয়ার পালা। এবারের বিপিএলে সাকিব খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। ১৯ জানুয়ারি পর্দা উঠবে বিপিএলের দশম আসরের।
পূর্ববর্তী পোস্ট