বিশ্বকাপের আগে চোটের কারণে খেলতে পারেননি বেশ কয়েকটি সিরিজ। এরপর ত বিভিন্ন নাটকীয়তায় খেলা হয়নি বিশ্বকাপও। আগেই জানিয়েছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিয়ে মাঠে ফিরবেন তিনি। তাইত মাঠে ফিরতে প্রস্তুতিও শুরু করেছিলেন তামিম ইকবাল। আর এতেই বাধে বিপত্তি।
গত দুই দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। আজও সকাল থেকে মিরপুরের ইনডোরে ব্যাটিং করছিলেন এই বাঁহাতি। সঙ্গে ছিলেন তাসকিন আহমেদও। তাঁর বোলিং সামলাতে গিয়েই বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন তামিম। এরপর আঙুলে টেপ পেঁচিয়ে মাঠ ছাড়েন এই বাঁহাতি ব্যাটসম্যান।
তামিম বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছরের ২৩ সেপ্টেম্বর, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে। ১৯ জানুয়ারি শুরু হতে যাওয়া বিপিএল দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন তিনি। এবার তামিম খেলবেন ফরচুন বরিশালের হয়ে। ২০ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম খেলবে তামিমের দল।
পূর্ববর্তী পোস্ট