পাকিস্তান ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২৪ জানুয়ারি কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন জাতির এই প্রতিযোগিতাটি। আসন্ন এ সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাকিস্তান ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২৪ জানুয়ারি কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন জাতির এই প্রতিযোগিতাটি। আসন্ন এ সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার (১৫ জানুয়ারি) সুমাইয়া আক্তারকে অধিনায়ক করে ১৬ সদস্যের অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল ঘোষণা করেছ বিসিবি। আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হয়ে ২ ফেব্রুয়ারি শেষ হবে ত্রিদেশীয় টুর্নামেন্টটি। শ্রীলঙ্কার নারীদের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বাংলার বাঘিনীরা।
প্রতিযোগিতার সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কক্সবাজারে। প্রথম ম্যাচে সকাল ১০টায় শ্রীলঙ্কার মেয়েদের মুখোমুখি হবে বাংলাদেশ। পরের দিন দুপুর ১২টায় পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে শ্রীলঙ্কার মেয়েরা। এ ছাড়া ২৭ জানুয়ারি সকাল ১০টায় পাকিস্তানের বিপক্ষে খেলবে সুমাইয়া আক্তাররা। ২৮ জানুয়ারি দুপুর ১২টায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। ৩০ জানুয়ারি সকাল ১০টায় পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কার মেয়েরা।
৩১ জানুয়ারি দুপুর ১২টায় পাকিস্তানের মেয়েদের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগ্রেস। এ ম্যাচের মধ্য দিয়ে রাউন্ড পর্বের শেষ ম্যাচ খেলবে স্বাগতিক বাংলাদেশ। এরপর ২ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে ত্রিদেশীয় এই প্রতিযোগিতার। দুপুর ১২টায় একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ফাইনালটি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল
সুমাইয়া আক্তার (অধিনায়ক), রাবেয়া খান, নিশিতা আক্তার নিশি, সুমাইয়া আক্তার সুবর্ণা, ফাহমিদা ছোয়া, আফিয়া আশিমা ইরা, উন্নতি আক্তার, আরভিন তানি, মোছা. ইভা খাতুন, আশরাফি ইয়াসমিন আর্থি, হাবিবা ইসলাম পিংকি, জান্নাতুল মাওয়া, রাবেয়া খাতুন, সুবর্ণা কর্মকার, ফারিয়া আক্তার ও আনিশা আক্তার সোবা।
পূর্ববর্তী পোস্ট