আর মাত্র এক দিন পরেই মাঠে গড়াবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুক্রবার (১৯ জানুয়ারি) শুরু হওয়া বিপিএলের দশম সংস্করণের ট্রফি আজ বুধবার (১৭ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উন্মোচিত হয়েছে। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এবারের আসরে সাত দলের অধিনায়কই উপস্থিত ছিলেন।
বিপিএলের এবারের আসরে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ইস্পাহানি এবং পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ডাকবিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ।
আসর শুরুর আগেই ঘোষণা দিয়ে নিজেদের অধিনায়কের নাম প্রকাশ করেছে চার ফ্রাঞ্চাইজি কুমিল্লা, খুলনা, চট্টগ্রাম ও রংপুর। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কের দায়িত্ব আবারও পেয়েছেন শুভাগত হোম। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের নেতৃত্বে নতুন মুখ হিসেবে দেখা যাবে লিটন দাসকে। খুলনা টাইগার্সকে এবার নেতৃত্ব দেবেন এনামুল হক বিজয়। দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
সাকিব আল হাসান থাকা সত্ত্বেও রংপুর রাইডার্সের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে। ফরচুন বরিশাল দায়িত্ব দিয়েছে তামিম ইকবালকে। সিলেট স্ট্রাইকার্সের দায়িত্বে যথারীতি মাশরাফী বিন মুর্তজা। তবে মাশরাফীর বদলে আজ ক্যামেরার সামনে এসেছেন মোহাম্মদ মিঠুন।
পূর্ববর্তী পোস্ট