তিন ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে বাংলাদেশ সিরিজ শুরু করবে শ্রীলঙ্কা। বুধবার লঙ্কান ক্রিকেট বোর্ড ওই সিরিজের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে। যে দলে নেই দারুণ ফর্মে থাকা ওপেনার পাথুন নিশাঙ্কা। হ্যামস্টিং ইনজুরিতে পড়েছেন তিনি।
তবে টি-২০ সিরিজের দলে আছেন অ্যাঞ্জেল ম্যাথুস। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের অন্যতম আকর্ষণ বলা যায় তাকে। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে ম্যাথুসকে ‘টাইমড আউট’ করেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। ওই ঘটনা নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কড়া ভাষায় সাকিব ও বাংলাদেশ দলের সমালোচনা করেন সাবেক লঙ্কান অধিনায়ক।
সাকিব ও বাংলাদেশ দলের প্রতি কোন সম্মান অবশিষ্ট নেই। সাকিব শ্রীলঙ্কায় খেলতে গেলে তাকে অভ্যর্থনা জানানো হবে না বলেও মন্তব্য করেছিলেন ম্যাথুস। কিন্তু আইসিসির ট্যুর প্রোগ্রাম অনুযায়ী, আগে বাংলাদেশ সফরে আসতে হচ্ছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলকে। আসছেন ম্যাথুসও। বাংলাদেশে এসে তিনি কেমন অভ্যর্থনা পান, চাপ সামলে কেমন খেলেন; এসবে নিশ্চয় নজর রাখবেন ভক্তরা।
শ্রীলঙ্কার টি-২০ দলে ফেরানো হয়েছে আভিস্কা ফার্নান্দোকে। আইসিসির নিষেধাজ্ঞার কারণে প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। সেজন্য দলে একজন ক্রিকেটার বেশি নিয়েছে লঙ্কানরা। তিনি হলেন- জেফরি ভ্যান্ডারসে। হাসারাঙ্গাকে সিরিজের অধিনায়ক ঘোষণা করা হলেও প্রথম দুই ম্যাচে নেতৃত্বভার থাকবে চারিথা আশালঙ্কার কাঁধে।
শ্রীলঙ্কা ক্রিকেট দল আগামী ১ মার্চ বাংলাদেশে আসবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪ মার্চ খেলবে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। একই ভেন্যুতে যথাক্রমে ৬ ও ৯ মার্চ পরের দুই ম্যাচ মাঠে গড়বে।
বাংলাদেশ সফরে শ্রীলঙ্কার টি-২০ দল:
ওয়ানিন্দু হাসারঙ্গা (অধিনায়ক), চারিথা আশালঙ্কা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, অ্যাঞ্জেল ম্যাথুস, দাশুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, সাদেরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, মাহেশ থিকসানা, আকিলা ধনাঞ্জয়া, নুয়ান থুসারা, মাথিসা পাথিরানা, বিনোরা ফার্নান্দো, জেফরে ভ্যান্ডারসে, দিলশান মাদুশাঙ্কা।
পূর্ববর্তী পোস্ট