স্বয়ংক্রিয় এআই ইঞ্জিনিয়ার বানিয়েছেন আমেরিকার একদল বিজ্ঞানী। এর মধ্য দিয়ে এই প্রথম বিশ্বের কোনো দেশ কৃত্রিম বুদ্ধিমত্তার সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানাল। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম দেওয়া হয়েছে ডেভিন।
এআই নিয়ে কাজ করা আমেরিকার কগনিশন নামের একটি ল্যাবের গবেষকেরা বলছেন, ডেভিন হচ্ছে ক্লান্তিহীন ও দক্ষ সহকর্মী। একজন সাধারণ দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার যা করতে পারে, সেও তা করার সক্ষমতা রাখে। এ ছাড়া এটি নিজের মতো করে কাজ করার ক্ষমতাও রাখে।
এর মধ্যেই বিভিন্ন এআই প্রতিষ্ঠানের ব্যবহারির পরীক্ষায় পাশ করেছে ডেভিন। এ ছাড়া বিভিন্ন কাজও করে দেখিয়েছে সে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটারের নতুন নাম) বিস্তারিত তথ্য প্রকাশ করেছে কগনিশন।
ডেভিন আসলে কী পারে?
ডেভেলপারদের মতে, সাধারণ ডেভেলপার টুল দিয়ে বানানো হয়েছে এই ডেভিন। এর মধ্যে রয়েছে শেল, কোড এডিটর। এ ছাড়া যেসব টুল ব্যবহার করে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করেন, সেগুলোও যুক্ত করা হয়েছে।
এর বিশেষ কাজগুলো হলো–
* অজানা প্রযুক্তিকে ব্যবহার করতে পারা।
* এন্ড–টু–এন্ড সিস্টেমের অ্যাপ নিয়ে কাজ করা।
* কোডবেস থেকে বাগ ঠিক করা
* নিজের এআই মডেলের মূল্যায়ন করা।
* বাগ বের করে তা দ্রুত অবগত করা।
* সত্যিকারের চাকরি করার ক্ষমতা।
© 2022 More Than News All rights reserved.