0 মন্তব্য 225 ভিউজ

দৈনিক আয় তার তিন হাজার টাকা করে। তাহলে মাসে আয় দাঁড়ায় ৯০ হাজার টাকা। যদি শোনেন এই আয়ের মালিক এক নারী আচার বিক্রেতা এবং তার এই আয় বৃদ্ধিতে অবদান আছে পদ্মা সেতুর, তাহলে নিশ্চয়ই বিস্মিত হবেন। আজকের এই লেখার প্রতিপাদ্য ৩৫ বছর বয়সী আচারকন্যা” মঞ্জু আরা। গোপালগঞ্জের স্বল্প শিক্ষিত এই নারী অল্প আয়তনের এক উন্মুক্ত টিনের চালায় আচারের পসরা সাজিয়ে বসেছেন। তার দোকানের কোন সাইনবোর্ডও নেই। একেবারেই সহজ-সরল মাটির মানবী। তবে তার কথার মাঝে অনেক ঝাঁজ। বলেন, ‘পদ্মা সেতু আমার কপাল খুইলে দিছে। আপনেরা সরকারী চাকরি করে কত টাকা কামান। মাসে এখন আমার ইনকাম আপনাদের চাইতেও বেশি। আমি আপনাদের মত শিক্ষিত না এটা ঠিক, তবে মূর্খও না।’

গত ২৩ জুলাই দিনটি মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরাম, ঢাকার কার্যনির্বাহী কমিটির ছিল অনেক স্মরণীয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ বাংলাদেশের স্থপতি-বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, পদ্মা সেতু পরিভ্রমণ এবং বঙ্গবন্ধুর জন্মভূমি গোপালগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করে তারা। তবে এর সঙ্গে বাড়তি একটি বিনোদনও পেয়েছিল কমিটি। তা হলো গোপালগঞ্জের হিরণ্যকান্দি গ্রামের শতবর্ষী আমগাছের ও এক “আচারকন্যা”র দর্শন।
সকালে বাস ছাড়ে জাতীয় প্রেস ক্লাব থেকে। যাত্রাকালে ঐতিহাসিক ও বাস্তবের (এখন আর এটা স্বপ্নের নয়) পদ্মা সেতু হয়ে ভাড়া করা শীতাতপ নিয়ন্ত্রিত বাসটি মাত্র দেড় ঘণ্টায় পৌঁছে যায় গোপালগঞ্জের কাশিয়ানীর একটি রেস্টুরেন্টে। যেখানে সাংবাদিকদের মধ্যাহ্নভোজের আয়োজন করে রাখা হয়েছিল।

তখন বেলা সাড়ে ১১টা। খোঁজ পাওয়া যায় একটি শতবর্ষী আমগাছের। সময় নষ্ট না করে সবাই দলবেঁধে ছোটেন হিরণ্যকান্দিতে সেই ঐতিহ্যবাহী আম্রবৃক্ষ পরিদর্শন করতে।

গোপালগঞ্জ জেলা সদর থেকে ৪০ কিলোমিটার দূরে হিরণ্যকান্দি গ্রাম। এটা কাশিয়ানী থানার অন্তর্গত। ঢাকা-খুলনা মহাসড়কে হিরণ্যকান্দি বাসস্ট্যান্ডে নেমে পূর্বদিকে মেঠোপথ ধরে প্রায় মিনিট পাঁচেক হাঁটলেই দেখা মিলবে এই গাছের। রোজ গাছটি দেখতে শত শত লোক ভিড় করে।  ঈদ, পূজা, পহেলা বৈশাখসহ বিশেষ দিনগুলোতে হাজারও মানুষের সমাগম ঘটে। এছাড়া বনভোজন মৌসুমে এখানে পিকনিক পার্টি এসে সবুজ বনানীর ছায়াতলে নিরিবিলি পরিবেশে বনভোজনেও মাতেন। ক্লান্ত দুপুরে অনেকেই একটু প্রশান্তি পেতে আমগাছের নিচে বিশ্রাম নেন। এ আমগাছ তলায় পহেলা বৈশাখ ও দুই ঈদে মেলা বসে।

জানা যায়-কিনু শেখ প্রায় ১৫০ বছর আগে নিজের জমিতে এই আমগাছ রোপণ করেন। বর্তমানে তার বংশধর বাচ্চু শেখ ও তার দুই ভাইয়ের প্রায় ৫৭ শতাংশ জমির ওপর শতবর্ষী এই আমগাছটি এখনও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। গাছটির বয়স নিয়ে এলাকার মানুষের নানা মত। কেউ বলেন, এর বয়স ১০০’র বেশি। কেউ বলেন দেড়শো। কেউবা আবার বলেন ২০০! তবে যে যাই বলুক, এই গাছের বয়স যে কমপক্ষে ১০০, তাতে কোন সন্দেহ নেই। বাংলাদেশের আমগাছের গড়পড়তা আয়ুষ্কাল ১০০ বছর। কখনো এর বয়স ১২৫ হতে পারে। কাজেই ২০০ বছরের ধারণাকে মেনে নেয়ার পক্ষে যুক্তি দুর্বল

হিরণ্যকান্দির এ গাছে প্রচুর আম ধরে। বিশালকায় গাছটির বিশালতা দেখার মতো। গাছের নয়টি কাণ্ড বটগাছের কাণ্ডের মতো মাটি ছুঁয়ে রয়েছে। গাছের নিচে অন্য কোন গাছ বা আগাছা নেই। সবমিলিয়ে এক নয়নাভিরাম দৃশ্য। এই গাছ দেখতে গিয়েই দেখা মিলে “আচারকন্যা” মঞ্জু আরার। এই গাছের সামান্য দূরেই (স্থানটাকে সবাই আমতলী নাইে চেনে সবাই) তার ব্যবসার স্থান। আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী মঞ্জু নিজ হাতে বানিয়ে ২৮ পদের আচার বিক্রি করেন। এ কাজে তার স্বামী তাকে সাহায্য করেন। তবে এত পদের আচার দোকানে আনা সম্ভব হয় না। কারণ তার লোকবল নেই। তাই ৯/১০ পদের বেশি আনতে পারেন না। এক যুগেরও বেশি সময় ধরে এই আচার ব্যবসা করছেন সংগ্রামী মঞ্জু। আচারের ব্যবসার লাভের অর্থ দিয়ে তিল তিল করে গড়ে তুলেছেন নিজের থাকার পাা মেঝের টিনের ঘর। কিনেছেন জমি (আট দফায় প্রায় ১৪৭ শতাংশ)। অথচ ধারের টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেছিলেন! তখন তার স্বামী অসুস্থ। তার প্রথম চালান ছিল মাত্র দেড়শো টাকার। আর এখন পাঁচ লাখ টাকার চালান তার! পদ্মা সেতুর তৈরির আগে তার আচার বিক্রি থেকে দৈনিক আয় ছিল এক থেকে দেড় হাজার টাকা। পদ্মা সেতু চালুর পরে সেটা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। তবে একদিন তিনি সর্বোচ্চ ৮ হাজার টাকার আচার বিক্রি করেছিলেন।

মমতাময়ী  ও দায়িত্বশীল মা-ও মঞ্জু,  ব্যবসা বাড়ানো নিয়ে ভাবেন না। বলেন, ‘যেভাবে চলতাছে চলুক। ছেলেমেয়েরে মানুষ করা, তাগো ভাল বিয়া দিতে পারলেই আমি খুশি।’

২০০৪ সালে বিয়ে করা মঞ্জু ও হাসমত মোল্লার ১৬ বছরের ছেলে হাসিব ও ১০ বছরের মেয়ে ফাতেমা দুজনেই এখন মাদ্রাসায় লেখাপড়া করে। এই এলাকায় তিনিই একমাত্র নারী-আচার ব্যবসায়ী। তার আচারের অনেক সুনাম। দূর-দূরান্ত থেকে লোকজন এসে আচার কিনে খায় ও বাড়ির জন্য নিয়েও যায়।

মঞ্জু আরার এই সফল জীবন-সংগ্রাম অনুপ্রেরণার উৎস হতে পারে অন্য নারীদের।

আরও পড়ুন

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.

আমাদের সম্পর্কে

We’re a media company. We promise to tell you what’s new in the parts of modern life that matter. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo. Sed consequat, leo eget bibendum Aa, augue velit.