ইরানের নৈতিকতা পুলিশের হাতে আটক এবং নির্যাতনে ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে দেশটিতে চলমান বিক্ষোভের সামনের সারিতে ছিলেন জনপ্রিয় টিকটকার হাদিস নাজাফি।
২০ বছর বয়সী এই টিকটকারের খোলা চুলে বিক্ষোভের মাঝখানে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল। তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এনডিটিভি জানিয়েছে, গত রবিবার রাতে ইরানের কারাজ এলাকায় তরুণীর বুকে, মুখে, হাতে এবং গলায় গুলি করা হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে ওই তরুণীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এর আগেও হিজাববিরোধী আন্দোলনে দেখা গেছে হাদিস নাজাফিকে। এবারের আন্দোলনে ইরানের নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে মোট ৭৬ জনের। গ্রেপ্তার হয়েছেন সহস্রাধিক।